অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব
রাউজান উপজেলা প্রতিনিধিঃ
*এক মাস অন্তর দুই অসহায় মেয়ের বিয়েতে নব দিগন্ত ক্লাবের আর্থিক সহযোগিতা * দারিদ্র্য নির্মূলে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ থাকলেও দেশ ও সমাজে দারিদ্র্য এখনো রয়ে গেছে। কোটি পরিবার এখনো দারিদ্র্যের ভেতর মানবেতর জীবন যাপন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ভয়াবহ সামাজিক সমস্যা দারিদ্র্য নির্মূলে সমন্বিত বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।রাউজান পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাব সামাজিক কার্যক্রমের পাশাপাশি দুস্থ মানবতার কল্যাণে ভূমিকা রাখছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন, এ সংগঠন দারিদ্র্য বিমোচনে, শিক্ষা বিস্তারে ও যুব সমাজের মাঝে বিরাজিত অবক্ষয় রোধে এগিয়ে আসবে। রাউজান পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাবের সহযোগিতায় ১৭ সেপ্টেম্বর এক রিকসা চালক অসহায়ের মেয়ের বিয়ের জন্য ক্লাবের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আর্থিক সহায়তা গ্রহণকালে কনের মাতা বলেন, টাকার অভাবে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। যুব নব দিগন্ত ক্লাবের সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম। এতে অনেক খুশি আমি ও আমার পরিবার।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক এম মনছুর আলম (জিহান), মুহাম্মদ আব্বাস উদ্দিন (রকি), মুহাম্মদ কামাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ হাসান রেজা, মুহাম্মদ ইসলাম সহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, গত ২৫ আগস্ট একজন চক্ষু প্রতিবন্ধীর মেয়ের বিয়েতে প্রায় ১ লক্ষ টাকা অনুদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন অত্র ক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ