চার মাদক ব্যবসায়ীর পেটে মিললো ৮,৪৫০ পিস ইয়াবা
চার মাদক ব্যবসায়ীর পেটে মিললো ৮,৪৫০ পিস ইয়াবা
ঢাকা জেলা প্রতিনিধিঃ
র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় গতকাল রাতে একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতর (প্লাষ্টিকের টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১৮০টি ক্যাপসুল আকারে) আনুমানিক ২৫,৩৫,০০০/- (পঁচিশ লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা মূল্যের ৮,৪৫০ (আট হাজার চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
যার মধ্যে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ কাজী কামরুল (২৩) এর নিকট থেকে ৩০টি ক্যাপসুলে মোট ১,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২নং আসামী শেখ হৃদয় (২৩) এর নিকট হতে ৩০টি ক্যাপসুলে মোট ১,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩নং আসামী ওমর ফারুক (২২) এর কাছ থেকে ৭০টি ক্যাপসুলে মোট ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪নং আসামী মোঃ হাবিবুর রহমান (২২) নিকট হতে ৫০টি ক্যাপসুলে মোট ২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ- ২,০৪০/- (দুই হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী জেলা সমূহ হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দেয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।