ভুল বুঝনা
প্রদীপ দত্ত
শকুন্তলা আমার এ টুকু দেখেই
ভুল বুঝনা।
ঝড়ের পরের শান্ত পৃথিবীর মত
শান্ত দেখে আমাকে সুবোধ ভেবনা।
আমি ঘর ভাঙা ঝড় কালবৈশাখী হতে পারি
তবু কথা দিলাম তোমার ঘর ভাঙব না।
ভেজা চোখ দেখে ভেবনা আমি ছিচ কাঁদুনে
বড় কষ্টেও এ চোখে জল আসেনা
ভালবাসা পেলে ঝর্না নামে
শকুন্তলা এ টুকু দেখেই ভুল বুঝনা।
পূর্নিমায় চাঁদের দিকে তাকিয়ে
কাটিয়েছি কত অবাধ্য রাত।
এতটুকুতেই সব বুঝনা।
তোমার কাছে যেতে পারিনী
দীর্ঘনিশি বাধ সেজেছে
ক্ষমা কোরো ভুল বুঝনা।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ