তুমি কেন পতঙ্গ হতে চাও
প্রদীপ দত্ত
কেন তুমি পতঙ্গ হতে চাও
কেন ঝাঁপ দিতে চাও জ্বলন্ত আগুনে
তোমার পোড়া দেহ নিয়ে
আমি বার্ন ইউনিটে যেতে পারবনা;
বরং ছবি একেঁ রেখে দেব শিয়রে।
তোমার জলজ্যান্ত প্রট্রেট।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ