স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন এ্যাম্বুলেন্স প্রদান
স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন এ্যাম্বুলেন্স প্রদান
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের পুরোনো এ্যাম্বুলেন্সটি দিয়ে রোগী পরিবহণে বেশ সমস্যা হচ্ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। একটি নতুন এ্যাম্বুলেন্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন রাশেদ। অবশেষে দীর্ঘদিনের প্রতিক্ষার পর স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে একটি নতুন এ্যাম্বুলেন্স। ডাঃ নুরউদ্দিন রাশেদ এর হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এম পি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, ভারতীয় হাই কমিশনার বিক্রম কে গোরাইস্বামী, কেন্দ্রীয় ঔষাধাগার পরিচালক আবু হেনা মোরশেদ জামান, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমূখ। এদিকে হাসপাতালের জন্যে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন রাশেদ।