জন্ম রহস্য
প্রদীপ দত্ত
ছোয়া নয় এক অশ্লীলায়নের সংস্পর্শে এসে
যেন বিলীন হয়েগিয়েছিলাম তুমি আর আমি
পুড়ে যাচ্ছিলাম হৃদয় ও কামনার উত্তাপে
উত্তাল ঢেউয়ে কাঁপছিল শহর
কাঁপছিলে তুমি, আমি,বন্দর।
কাঁপছিল পঞ্চান্নহাজার পাঁচশো
আটানব্বই বর্গকিলোমিটার।
বেয়ে যাচ্ছিল সর্পিল শরীর বেয়ে
এক নতুন ঝর্নাধারা
জন্ম নিচ্ছিল এক
নতুন ভূখণ্ড।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ