নোয়াখালীতে ৫ জুয়াড়িকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী
নোয়াখালীতে ৫ জুয়াড়িকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। পরে আটককৃত আসামি, তাস ও জুয়া খেলার নগদ ২ হাজার তিনশত পয়ত্রিশ টাকা পুলিশ তাদের হেফাজতে নেয়।আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভা এলাকার মোকারম হোসেন (৩৮) আলমগীর হোসেন (২৪) জহির উদ্দিন (৪৫) মো.মাসুদ (৩০) ইকবাল হোসেন রাব্বী (৩০)।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে ৫ জুয়াড়িকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের চিতারপুর এলাকা থেকে আটক করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।