পৈত্রিক সম্পত্তি জোর করে দখল ও মারামারি থানায় অভিযোগ
পৈত্রিক সম্পত্তি জোর করে দখল ও মারামারি থানায় অভিযোগ
যশোর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলা ০৩ নং ভোজগাতী ইউনিয়নের কন্দপপুর গ্রামের মোঃ কামরুল ইসলাম (৩৯) পিতা মোঃ খোরশেদ আলী তার পৈত্রিক সম্পত্তি জোর করে দখলে মনিরামপুর থানায় অভিযোগ উঠেছে। সুত্রে জানাযায়, মনিরামপুর উপজেলা কন্দপপুর গ্রামের বাদী কামরুল ইসলাম জানান, বিবাদীগণদের শহীদ দীর্ঘদিন যাবত আমার সাথে জমিজায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।বিবাদীগণকে আমার কন্দপপুর মৌজা জে এল নং-৮৪, খতিয়ান নং-১৫৮, দাগ নং-৪৪৬, ৪৪৭, ৪৪৮, ৪৫১মোট জমির মধ্যে ৩৭,৫ শতকের পৈত্রিক সম্পত্তি বুজিয়ে দেবার কথা বলে নানা রকম তালবাহানা ভয়ভীতি হুমকি ধামকি প্রদান করতেন। তারই ধারাবাহিকতায় বিবাদীগণ এক পর্যায় বাদী কামরুল ইসলামকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তাকে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুশি লাথি সহ বাঁশের লাঠি কাঠের চলা দিয়ে মেরেছে।
তিনি বলেন, আমার শরীরের বিভিন্ন জায়গায় লীলাফোলা জখম করেছে বলে ০৩/০৯/২০২১ মনিরামপুর থানায় কামরুল ইসলাম বাদী হয়ে তিন জনের নামে অভিযোগ দায়ের করেন, তারা হলো, মনিরুল ইসলাম (৩৬), বাবলু বিশ্বাস (৩২), খোরশেদ আলী বিশ্বাস (৬৫) উভয়ে সাং কন্দপপুর থানা-মনিরামপুর। লিয়াকত গাজী (৩০), পিতা মৃত জেহের আলী। মফিজ গাজী (২৮), পিতা মৃত নওশের আলী গাজী সাং কন্দপপুর থানা মনিরামপুর। বাদী কামরুল ইসলাম ঘটনার বিষয়টি তদন্ত পূর্বক প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।