বগুড়ায় নারী ইউপি সদস্যর মরদেহ উদ্ধার
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় রেশমা খাতুন (৩৮) নামে এক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন শনিবার বিকেলের দিকে চিকিৎসার জন্য শেরপুর যাওযার কথা বলে বাড়ি থেকে বের হন।

এরপর তিনি আর ফিরে আসেনি। পাঁচ দিন হলো নিখোঁজ ছিলো। পরে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ৫দিন নিখোঁজ হলেও এ ঘটনায় থানায় কোন সাধারণ ডায়েরিও করেননি তিনি। এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম জানান, বুধবার বিকেলের দিকে কুড়িগাঁতী এলাকার স্থানীয় লোকজন জমির ধার থেকে ঘাস কাটতে যান। এ সময় তারা ধানক্ষেতের ভেতর একটি নারীর মরদেহ দেখে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। ধুনট থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ‘মৃতদেহের সুরত হাল রিপোর্ট তৈরির কাজ চলছে। স্থানীয় লোকজন ও নিহতের স্বামী মরদেহ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হবে।।

নিউজটি শেয়ার করুনঃ