কক্সবাজার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
কক্সবাজার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার বিমান বন্দরকে হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বরাবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা সমূহের উদ্যোগে স্মারক লিপি গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক কাযার্লয়ে প্রদান করা হয় । এসময় উপস্থিত নেতৃবৃন্দ উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং এই তরীকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী নামে উক্ত বিমানবন্দরকে নাম করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুফীবাদ তথা অলি বূযূর্গদের প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাশীল এবং তিনি মাইজভাণ্ডার দরবারের প্রতিও অনুরক্ত। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাইজভাণ্ডার দরবার শরীফে সরাসরি এসে অসিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) কাছে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী বাঙালীদের জন্য দোয়া চেয়েছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে বাঙালীদের পক্ষে এই দরবারের অন্যন্য ভূমিকা রয়েছে। ইতোমধ্যে আমরা দেখেছি ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দর হযরত শাহজালাল ও হযরত শাহ আমানতের নামে নামকরণ করা হয়। এই দেশে মাইজভাণ্ডারী তরীকা কোটি-কোটি আশেক ভক্তের প্রাণের দাবি কক্সবাজার বিমানবন্দরকে ও গাউসুল আযম মাইজভাণ্ডারীর নাম করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক হবেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ আশফুজ্জামান আশরাফ, আশরাফ উদ্দীন সিদ্দিকী, আব্দর রহমান, আব্দুল মান্নান, আব্দুল কাদের, দেলোয়ার, মোঃ আহমদ কবির, মোঃ হাবিব, মোঃ জসিম, শামসুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ মোস্তাক, মোঃ নুরু ও স্থানীয় নেতৃবৃন্দ।