কেন অঙ্গারে জ্বলব
প্রদীপ দত্ত
আমার আগুন নিয়ে
আলো জ্বালতে যেয়োনা
পুড়ে ছারখার হয়ে যেতে পারে
সাজান বাসর।
নিভৃতে জ্বলতে দাও আমাকে
জ্বালিও না শহর,বন্দর,গ্রাম
ভালবাসা,সংসার,মমতা
শান্তি,সুখ।
ধব্বংশের অনলে জ্বলে
কেন অঙ্গার হবে প্রিয়ে।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ