মেয়র জাহাঙ্গীর ইস্যুতে ফুসে উঠেছে গাজীপুর দিনব্যাপী নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন ব্যানারে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মহানগরের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। সম্প্রতি মেয়র জাহাঙ্গীর এর একটি ভিডিও এবং রেকর্ড বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিক্ষোভ কারীদের অভিযোগ মেয়র জাহাঙ্গীর ওই ভিডিও এবং রেকর্ডিংয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন তা স্বাধীনতার পক্ষের শক্তির প্রতিটি মানুষের মনে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঐ ভিডিওতে মেয়র জাহাঙ্গীর বলেন, শেখ মুজিবুর রহমান ৩০ লাখ লোক মেরেছেন নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ওই অস্পষ্ট ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাকে মারার জন্য টাকা দিয়ে লোক ভাড়া করে ছিলেন অথচ আমি এখন তাকে আমার কর্মী বানিয়ে রেখে দিয়েছি। রাসেল মন্ত্রীকেও আমি কখন হিসাব করি না। কৌশলে তাকেও আমি একটি সাইড করে রেখেছি। ঐ ভিডিও তে মেয়র বলেন আমাদের ব্রিটিশ থেকে কিংবা পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার কোন দরকার ছিল না। এরকম আরো অনেক মন্তব্য করেন মেয়র জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঐ ভিডিও টিতে।

এদিকে মেয়রের এই কটুক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বুধবার দিনব্যাপী নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকালে গাজীপুরবাসী ব্যানারে কাজি আজিমুদ্দিন কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ও স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে কটুক্তি করে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর মনে আঘাত দিয়েছে মেয়র জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে এবং আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দলীয় নেতাদের কে নিয়ে মেয়র জাহাঙ্গীর আলম এরকম কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তি করতে পারেন না। এজন্য অবশ্যই তার শাস্তি হওয়া উচিত এবং দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এদিকে বিকেলে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বোর্ডবাজারে মানববন্ধন, বিক্ষোভ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার লোক মিছিলে মুখরিত করে তোলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর কটূক্তিকারীকে অবিলম্বে মেয়র জাহাঙ্গীর এর পদত্যাগ ও বিচার দাবি করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন গাছা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সন্ধ্যায় নগরীর টঙ্গী এলাকায় বঙ্গবন্ধুর কটূক্তিকারী মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ সড়কে মশাল মিছিল দেয় এবং অবিলম্বে মেয়র জাহাঙ্গীর এর পদত্যাগ ও বিচার দাবি করেন। মিছিল চলাকালে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ রাত পর্যন্ত মিছিল ও প্রতিবাদ অব্যাহত থাকে, ফলে অফিস ফেরত লোকদের যথেষ্ট দূর্ভোগে পড়তে হয়। এদিকে বৃহস্পতিবারও যথারিতি মেয়র জাহাঙ্গীর এর বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহত থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ও সড়কে মানববন্ধন, বিক্ষোভ প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে। এদিকে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এই নগর উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে চলবে। যারা এই উন্নয়ন চায়না, যারা সাধারণ মানুষের ভালো চায়না তারাই এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি এই বিষয়ে সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। মেয়র জাহাঙ্গীর আলম মাননীয় প্রধানমন্ত্রী সহ দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন। মেয়র জাহাঙ্গীর আলম বলেন, নেতা কর্মী এবং তার আইনজীবী দের সাথে পরামর্শক্রমে পরবর্তীতে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ