বরিশালে শহীদ আলাউদ্দিন এর নামে লেবুখালী সেতুর নাম করণের দাবীতে মানববন্ধন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
৬৯ এর গণ অভ্যুত্থানে বরিশালের প্রথম শহীদ পটুয়াখালীর কৃতি সন্তান বরিশাল এ কে স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্র শহীদ আলাউদ্দিন এর নামে লেবুখালী সেতুর নাম করণের দাবীতে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আলাউদ্দিন এর স্মৃতি রক্ষায় ঐক্য বদ্ধ বরিশাল বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উনসত্তরের গন আন্দোলনের বরিশালের নেতৃত্বের প্রাণ পুরুষ প্রবীণ রাজনৈতিক ব্যাকত্তিত্ব খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশালের বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি নজরুল হক নিরু, গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সমন্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিরু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) বরিশাল জেলা শাখার সভাপতি ইমরান হাবিব রুমন, সাধারণ সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, গণ ফোরাম বরিশাল জেলা সমন্বায়ক হিরন কুমার দাস, সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার,

মানববন্ধনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী দিলিপ, জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর সভাপতি মোঃ মশিউর রহমান এবং জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন জুয়েল ঘন্টাব্যপী মানববন্ধনে বরিশাল এ কে স্কুলের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ গ্রহন কারী বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন শহীদ আলাউদ্দিন এর আত্তত্যাগ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার জন্য লেবুখালী সেতুর নাম শহীদ আলাউদ্দিন এর নামে নামকরণ করার জন্য জোর দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ