ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার সদর থানার ভাদশা বাজার এলাকায় ২৪-০৯-২০২১ শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

জয়পুরহাট সদর থানার ভাদশা ইউনিয়নের ভগবানপুর গ্রামের একটি মুদির দোকানের পাশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে উক্ত ব্যক্তিকে আটক করে, তাৎক্ষনিক তল্লাশী করলে আটককৃত মোঃ শামছুল(৪৬), পিতা-মৃত আলাউদ্দীন, গ্রাম- রুকিন্দপুর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট এর নিকট হইতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ। উল্লেখ্যঃ গ্রেফতারকৃত মোঃ শামছুল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ