প্রয়াত শিবু প্রসাদ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত
প্রয়াত শিবু প্রসাদ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলায়সদ্য প্রয়াত শিবু প্রসাদ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৫শে সেপ্টেম্বর (শনিবার) তার প্রিয় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওয়াপাড়া ইনস্টিটিউটের আয়োজনে বিকাল ৪টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত কুমার (এমপি) অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র ও নওয়াপাড়া ইনস্টিটিউটের সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান,
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কেএম শামিম হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ নেত্রী মিনারা পারভীন, প্রবীণ শিক্ষক গৌরচন্দ্র বিশ্বাস, প্রবীন শিক্ষক ও সাংস্কৃত ব্যক্তিত্ব সুনীল কুমার দাস, পায়রা ইউনিয়নের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, বিএনপি নেতা মশিয়ার রহমান মশিসহ অভয়নগরের ইউপি চেয়ারম্যানবৃন্দ, নওয়াপাড়া মডেল কলেজ, পল্লী মঙ্গল কলেজ, সুন্দলী এসটি স্কুল এ্যান্ড কলেজ, শেখ আব্দুল ওহাব মডেল কলেজসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ সকল সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যৌথভাবে নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ ফারুক হোসেন ও নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি প্রমুখ।