বা.হি.বৌ.খ্রী. ঐক্য পরিষদের নব গঠিত কমিটির সভা অনুষ্ঠিত
বা.হি.বৌ.খ্রী. ঐক্য পরিষদের নব গঠিত কমিটির সভা অনুষ্ঠিত
বাঁশখালী উপজেলা প্রতিনিধিঃ
সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা সমূহের প্রতি দৃষ্টি রেখে এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তাগণ অর্পিত সম্পত্তি আইনের সংশোধনী সমূহ কাযর্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এছাড়া দেবোত্তর সম্পত্তি আইন অতি দ্রুত সংশোধনসহ বাস্তবায়নের দাবি জানানো হয়। ২৪শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গনে বাঁশখালী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নব গঠিত কমিটির বর্ধিত সভা প্রকৌশলী বাবু সুধীর মল্লিক রায়ের সভাপত্তিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সি. সহ সভাপতি ডাঃ অধর লাল চক্রবর্তী, সভায় আসন্ন দূর্গা পূজা সুষ্ঠ ও সুন্দর ভাবে উদ্যাপন করার নিমিত্তে পযার্প্ত সরকারী সহযোগীতা প্রদানের জন্য সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা নিবার্হী কর্মকতার্র সার্বিক হস্তক্ষেপ কামনা করা হয় এবং আইন শৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ চন্দন দত্ত সঞ্চালনায় ও সহ-সভাপতি প্রদীপ কুমার গুহ এর স্বাগত বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, তড়িৎ কান্তি গুহ, অলক দাশ, নীলকন্ঠ দাশ, দিলীপ দত্ত, আশীষ দাশ বাবুল, লায়ন শেখর দত্ত, সাবেক কাউন্সিলর প্রণব দাশ, ঝুন্টু কুমার দাশ, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, রাজীব গুহ, মুনমুন দত্ত, মাষ্টার শংকর প্রসাদ দাশ, প্রকাশ বড়ুয়া, অধ্যাপক তুষার ভারতী, পিটার মারমা, অচুত্যানন্দ ওয়াদদার, অমৃত কারন, সজল তালুকদার, শেখর চৌধুরী, নন্দন শীল, মিহির দেব মিনু, প্রবীর দাশ মানু, অনুকুল শীল, শিক্ষক সাগর সুশীল, ছোটন গুহ, মাষ্টার অভিজিৎ চৌধুরী, রিপণ ভট্টচাযর্য, শিবু পাল, সুব্রত দাশ, রণধীর বড়ুয়া, অমিত চৌধুরী, রতন দাশ প্রমূখ। সভায় আসন্ন শারদীয় দূগোর্ৎসবে পূজামন্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা ও পরিদর্শন টিম গঠন করা হয়। পরিশেষে বাঁশখালী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নবনিবার্চিত কার্যকরী পরিষদকে অনুমোদন প্রদান করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।