শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগে
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগে
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগে শনিবার ২৫ সেপ্টেম্বর কোতোয়ালী থানা প্রাঙ্গনে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২১ উৎযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আয়োজনে ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় ওসি শাহ কামাল আকন্দ মন্দির কমিটি, পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, কোথাও কোন ধরণের সমস্যা থাকলে বা দেখা দিলে প্রশাসনসহ নেতৃবৃন্দকে অবহিত করবেন তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শম্ভুগঞ্জ বাজার দূর্গা মন্দিরে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় অচীরেই নিরসন করা হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন, তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে পূজা বিসর্জনকালে নির্ধারিত সময়সীমা মানার নিয়ম অব্যাহত রাখতে হবে। এছাড়া পূজা অর্চনাকালে শব্দ দূষণরোধ করতে প্রতিটি মন্দির কমিটিকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন জেলা পূজা উদযান পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সহ সভাপতি এডভোকেট পিযষ কান্তি সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদেও সভাপতি এডভোকেট তপন দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মহাগর সভাপতি এড প্রশান্ত দাস চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শংকর সাহা, রামকৃষ্ণ আশ্রমের স্বামী কল্যাণ রাধানন্দ মহারাজ, নারী শক্তি মন্দিরের সাধারণ সম্পাদক সুচিত্রা সেন গুপ্তসহ প্রমূখ।