চট্টগ্রামে নারীসেলের সমাবেশ আফগানের সংগ্রামরত নারীদের সাথে সংহতি জানিয়ে
আরজুন নাহারঃ
আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর নির্যাতনের প্রতিবাদে সংগ্রামরত নারীদের সাথে সংহতি জানিয়ে চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা নারী সেলের উদ্যোগে এই সমাবেশ হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন নারী সেল, চট্টগ্রামের আহবায়ক রেখা চৌধুরী। সমাবেশে সিপিবি ও নারী সেলের চট্টগ্রামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, তালেবান গোষ্ঠী দীর্ঘদিন পর আবারও ক্ষমতায় এসে আফগান নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে।একবিংশ শতাব্দীতে এসে তালেবানরা আফগানিস্তানের নারীদের সঙ্গে মধ্যযুগীয় আচরণ করছে। ধর্মের নামে অন্যায় আচরণের মধ্য দিয়ে তালেবানরা আফগান জাতিকে আবারও পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তালেবানদের নির্যাতন প্রতিরোধে যেসব আফগান নারীরা অস্ত্রের মুখে রাজপথে নেমে আসছে তাদের প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। তালেবানদের সকল অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আফগানিস্তানের সকল নারী এবং শুভবোধসম্পন্ন সকল মানুষ তালেবানদের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে। আমরা সেইদিনের অপেক্ষায় আছি যেদিন বিশ্ববিবেক তালেবানদের বিরুদ্ধে সোচ্চার হবে। আমরা বিশ্বের সকল দেশে দেশে সকল শুভবোধসম্পন্ন মানুষকে আফগান নারীদের ওপর তালেবানদের অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারকেও তালেবানদের অন্যায়ের প্রতিবাদ জানানোর দাবি জানাচ্ছি। আজ যদি তালেবানদের অন্যায়ের প্রতিবাদ না করা হয়, তাহলে একদিন বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে। নারীরা সেদিন একা ঘর থেকে বের হতে পারবে না। তাদের ঘরবন্দী করে রাখা হবে। সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সিতারা শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমন্ডলীর সদস্য অমৃত বড়ুয়া, জেলার সদস্য শওকত আলী ও প্রদীপ ভট্টাচার্য এবং অধ্যাপিকা শীলা দাশগুপ্ত, অথৈ নাসরিন, মনোয়ারা বেগম ও আঁখিরেখা পাল।

নিউজটি শেয়ার করুনঃ