অভয়নগরে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
অভয়নগরে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের শিরাজকাটি গ্রামে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানাযায়, গত ২৫/৯/২০২১ শনিবার সকাল অনুঃ ১০ঃ৩০ মিঃ গৃহবধূ তার কোলের ৩ বছর বয়সী মেয়ে সিনথিয়াকে নিয়ে, পিতার বাড়ি চেংগুটিয়া যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বেরহয়ে যায়। এর পরে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
গৃহবধূ শিরাজকাটি গ্রামের, মোঃ লিটন হোসেনের স্রী আখিনুর আক্তার রুপা(২২) , এবিষয়ে গৃহবধূর স্বামী লিটন হোসেন বলেন, আমার আয় রোজগার কম থাকায় প্রাই আমার স্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো, ঘটনার দিন আমি তার পিতার বাড়ি যেতে নিষেধ করলেও সে আমার কথা শোনেনি আমার ৩ বছর বয়সী মেয়েটিকে নিয়ে চলে গেল, তার পর থেকে আমিসহ আমার পরিবারের সবাই তাকে শশুরবাড়ির নিকট আত্মিয়সহ কোথাও খুঁজে পাচ্ছিনা হঠাৎ আমার স্রী শিশু বাচ্চাকে নিয়ে, এভাবে নিখোঁজ হবে আমি ভাবতেও পারছিনা। ভুক্তভোগী স্বামী এবিষয়ে, অভয়নগর থানায় গৃহবধূ নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়রী করেছেন, যার নং১২৪৫ তাং ২৬/৯/২০২১ এবিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, গৃহবধূ নিখোঁজের বিষয়ে, একটি সাধারণ ডায়রী হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।