বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ
রাউজান উপজেলা প্রতিনিধিঃ
রাউজান হলদিয়া এয়াছিননগর আলহাজ্ব নজির আহমদ চৌধুরীর বড় ছেলে, কচুখাইন হযরত মাওলানা মুুহাম্মদ ছাহেব কেবলা (র.)’র একনিষ্ঠ মুরিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (৭৩) ২৬ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রা’জিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এ.কে.এম হারুনুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মামুনুর রশিদ, মহাসচিব বিশিষ্ট সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং দপ্তর সচিব মুহাম্মদ মাসুদ-অর-রশিদ। নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ২৬ সেপ্টেম্বর রবিবার রাত ৯টায় নগরীর হযরত মোল্লা মিসকীন শাহ্ (রহ.)’র মাযার প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর মরহুমের নিজবাড়ীতে সকাল ১১টায় দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।