পিকআপ ভ্যান, ট্রাক এবং বাসের ত্রি-মুখী সংঘর্ষে আহত ২৫
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়াঅংশে ভাটেরচর ব্রীজে কুমিল্লাগামি পিকআপ ভ্যান ও ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে বাসের ধাক্কায় পিকআপ, ট্রাক ও সামনে অন্য একটি বাসের সাথে ত্রি-মুখী সংঘর্ষে ২০/২৫ জন বাসযাত্রী আহত হয়।রবিবার বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আহতরা হলো- মাহফুজ মিয়া (৪৫), মনির হোসেন (৩০), হেলাল মিয়া(৪৫), সুমন (৪০), রুহুল আমিন(৩৮), ইউসুফ মিয়া(৩০), জাকির হোসেন(৫৬), রহিমা আক্তার, রুবিনা, আলী হোসেন, নুসরাত বেগম, সুমাইয়া আক্তার, রমজান আলী, দিবী, কুতুবউদ্দিন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। অপরদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪ঃ৩০মিনিটের দিকে ভাটেরচর ঢাকাগামী ঢাকা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো – গ ৩২- ৫২০৬) রয়েল কোচ নামক বাস গাড়ি ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশের পড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা চার জন আহত হয়। আহতরা হলেন মোঃ আলী, বাহার মিয়া, নুসরাত, জান্নাত। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শাহ জালাল জানান, বিকাল সাড়ে ৪ টায় পিকআপ ভ্যান ও ট্রাককে ধাক্কা দেয় কুমিল্লাগামী একটিযাত্রীবাহী বাস।

এতে বাস যাত্রীরা আহত হয়। এসময় আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বাসের তিনজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে রেকার দিয়ে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ওই সময় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় গজারিয়া হাসপাতালে ১০জন কে চিকিৎসকা করা হয়। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, আহতদের মধ্যে বেশিরভাগ বাসের ছিল। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের হাসপাতালে প্রেরণ করা হয়। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ শাহ জলাল জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কিছুঅংশের জানজট সৃষ্টি হলেও , গজারিয়ায় হাইওয়ে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুনঃ