অভয়নগরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত
অভয়নগরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভা, পূজা উদযাপন পরিষদের আয়োজনে। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরঙ্গ চন্দ্র দে কে মিথ্যা অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ২৭/৯/২০২১ বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পযন্ত, যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া কালিবাড়ি এলাকায়, অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে ও অভয়নগর শাখার সভাপতি বিষ্ণপদ দত্ত।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের প্রসেনজিত রায় সঞ্জয়, শ্রীধরপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ তহবিলদার, পায়রা ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ মন্ডল, প্রেমবাগ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখর কুমার বর্মণ, বাঘুটিয়া ইউনিয়নের সমু রায়, শ্রীধরপুর ইউনিয়নের সহ সম্পাদক তরুণ বসু প্রমুখ।