উশৃঙ্খল হিজরাদেরকে শৃঙ্খলে আনতে ময়মনসিংহ কোতোয়ালী ওসি’র মতবিনিময় সভা
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে হিজরা সম্প্রদায়ের হাত থেকে পথচারী ও যাত্রী সাধারণকে রক্ষা করতে হিজরাদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় এই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় নগরীর বিভিন্ন জায়গায় যেমন-রেলওয়ে স্টেশন, পাটগুদাম বাসস্ট্যান্ড, মাসকান্দা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, দিঘারকান্দা বাইপাস মোড়, আকুয়া বাইপাস মোড়, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড়সহ বিভিন্ন রাস্তাঘাটে হিজরা সম্প্রদায় দীর্ঘদির ধরে পথচারী ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসেবে জনগণকে হয়রানী করে আসছে। অনেক সময় এই সব হিজরা তাদের চাহিদামত টাকা না পেয়ে নিজেরা তাদের পরিধানের কাপড় চোপর খুলে পথচারী ও যাত্রীদের মারাত্বকভাবে অপমান অপদস্থ করে বলে অসংখ্য অভিযোগ রয়েছে। যাত্রী ও পথচারীদের মতে, হিজরা সুযোগ বুঝে বেশি টাকা দাবি করে যখন যাত্রীদের সাথে তাদের মা, বোন, স্ত্রী-কন্যা কিংবা ছেলে থাকলে তারা যাত্রীদেরকে বেশি অপদস্থ করে। তখন পুরুষ যাত্রীরা উপায় না পেয়ে লজ্জায় তাদের চাহিদা পুরণে বাধ্য হয়। ময়মনসিংহে হিজরাদের এই অত্যাচার দীর্ঘ দিনের। বিভিন্ন সভা সেমিনারে হিজরাদের এ ধরণের হয়রানীর বিষয়ে বহু আলোচনা হলেও কোন দায়িত্বশীল বিভাগ এগিয়ে আসেনি।

এ সময় হিজরা নেতৃবৃন্দরা বিভিন্ন দাবি তুলে ধরে এবং বলে আমাদের কর্মের কোন সন্ধান নেই। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর আমাদেরকে নানাভাবে আশ্বাস দেয় পরে আর বাস্তবায়ন করে না।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ হিজরাদের অত্যাচার, হয়রানী পথচারী যাত্রীদের কথা ভেবে ও নানাভাবে জেনে ২৭ সেপ্টেম্বর সোমবার হিজরাদের সাথে থানায় মতবিনিময় করেন। ওসি শাহ কামাল আকন্দ হিজরাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের বিরুদ্ধে পথচারী ও যাত্রীদের হয়রানী এবং তাদেরকে অপদস্থ করার অসংখ্য অভিযোগ রয়েছে। তোমরা রাস্তাঘাটে মানুষদেরকে এভাবে হয়রানী করবে না। উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তোমাদের জন্য একটি উপযুক্ত পদক্ষেপ নেব। এ ছাড়া তোমাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে। মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন কোতোয়ালী পুলিশ পরিশর্দক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) ওয়াজেদ আলীসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ