বগুড়ার শেরপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন
বগুড়ার শেরপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবম্বলীদের অবতার শ্রীশ্রী মহাপ্রভূ’র মন্দির ও আখড়া স্থাপনে শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বৃন্দাবন পাড়ায় শ্রীশ্রী মহাপ্রভু’র মন্দির নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম।
মন্দির নির্মাণ ও উন্নয়ন পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য, শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজর রহমান ভূট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা ব্রাহ্মণ পরিষদের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র(২) সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর কেন্দ্রীয় জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুন্ড, উপজেলা হিন্দু মহাজোটের সাবেক সভাপতি প্রকাশ কুমার সরকার। উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে গাড়িদহ ইউনিয়ন চেয়ারম্যান মো. দবিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক এজেড হীরা, রঞ্জন কুমার দে, বাধন কর্মকার, উত্তম সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা জনি মোহন্ত, লালন সরকার, উজ্জল সরকার, সঞ্জীব কর্মকার রিনা রানী দাস, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, কাফি ইসলাম, আনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।