মনিরামপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মনিরামপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার চালুরহাটি ইউনিয়নের ঘিবা গ্রামে, ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাযায়, গত শনিবার সন্ধায়, ভুক্তভোগী স্কুলছাত্রী একয় এলাকার, তার বান্ধবীর বাড়ির উদ্দেশ্য রওনা হয়। বান্ধবীর বাড়িতে কেউ না থাকায়, গ্রামের মৃত সাইবালি খায়ের পুত্র, জলিল উদ্দিন(৪৫) স্কুলছাত্রীকে জোরপূর্বক, ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় স্কুলছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে লম্পট জলিল পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাযানি হলে ওই দিন রাত অনুঃ ৮টার সময় স্থানীয় এলাকাবাসী এক শালিশ-বৈঠকের আয়োজন করে। উক্ত শালিশে লম্পট জলিল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। শালিশে মাতব্বরগণ জলিলকে, এক লক্ষ টাকা জরিমানা করেন। ওই রাতেই লম্পট জলিল বাড়ি থেকে পালিয়ে গেছে। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার বলেন, আমরা এসব শালিশ বৈঠক মানিনা। আমরা ন্যায়বিচার চাই, আমাদের মেয়ের প্রতি যে, নির্যাতন হয়েছে তার সঠিক বিচার চাই। আমরা মামলা করতে চাইলে, লম্পট জলিল সহ এলাকার মাতব্বররা প্রাননাশের হুমকি দিচ্ছে। ভয়ে আমরা মামলাও করতে পারছি না বলে উক্ত প্রতিনিধিকে জানান। এবিষয়ে মনিরামপুর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এব্যাপারে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।