সাংবাদিক লেভিন প্রধানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এসইউএসবি”র নিন্দা ও জোর প্রতিবাদ
প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৭:৩৭
সাংবাদিক লেভিন প্রধানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এসইউএসবি”র নিন্দা ও জোর প্রতিবাদ
গাইবান্ধা সংবাদদাতাঃ
গায়বান্ধায় সাংবাদিক লেভিন প্রধানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্ত নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা বিবৃতিতে আরো বলেন, প্রকৃত অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন ব্যর্থ হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে জানান।