হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর নওয়াপাড়া হাইওয়ে থানা কতৃক আয়োজিত, কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭শে সেপ্টেম্বর ২০২১ (সোমবার) সকাল ১১টায় নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ, মোঃ আব্দুল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা এ এসপি হাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সহসভাপতি, উপজেলা সুযোগ্য চেয়ারম্যান, শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, নজরুল ইসলাম মল্লিক, নবনির্বাচিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর, আব্দুস সালাম ও উপজেলা কমিউনিটি বিট পুলিশের সদস্যবৃন্দ সহ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমুখ। উক্ত সমাবেশ অনুষ্ঠানে, বক্তারা নওয়াপাড়া হাইওয়ে রোডের সমস্যার বিভিন্ন বিষয় তুলে ধরেন, এবং মাদক সন্রাস নির্মুলে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।