চন্দ্রনাথে নোংরা পায়ের ছাপ ফেলে আসছে পর্যটকরা
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সুনসান নীরবতায় ঢাকা এক পাহাড়। চারদিকে সবুজ গাছপালা। তার পত্রপল্লবে বাতাসের গান। এরই মাঝে ভেসে আসে পশু-পাখির ডাক। নাগরিক যান্ত্রিকতা থেকে ছুটি নিতে সেখানে ছুটে যান শত শত পর্যটক। হাটেন দুর্গম পাহাড়ি পথে, কেউবা বসেন জাগ্রত শিবমন্দিরে। তারপর পাহাড়ের বুক থেকে রোমাঞ্চকর অনুভূতি আর পাহাড়সম মানসিক প্রশান্তি নিয়ে ফিরে আসেন কর্মচঞ্চল জীবনে। কিন্তু বিনিময়ে পাহাড়কে করে আসেন অপরিচ্ছন্ন। ‘দুদণ্ড শান্তি’ নিয়ে পাহাড়কে দিয়ে আসেন ‘বর্জ্যের স্তূপ’। রেখে আসেন নোংরা পায়ের ছাপ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৌন্দর্যমণ্ডিত এই পাহাড়ের নাম ‘চন্দ্রনাথ। ১হাজার ২৫০ ফুট উচ্চতার এই পাহাড়ে আছে হিন্দুধর্মাবলম্বীদের তীর্থ স্থান জাগ্রত শিবমন্দির। এছাড়া জায়গাটি পর্যটকদের ট্র্যাকিংয়ের জন্যও প্রিয়। দিন যত বাড়ছে, সেখানে পর্যটকদের আনাগোনাও বাড়ছে। প্রতিদিন কমপক্ষে কয়েক শতাধিক পর্যটকের পদচারণ হয় এই পাহাড়ে। অসচেতনতায় তাদের অনেকেই বর্জ্য-ময়লা ফেলে পাহাড়কে করছেন নোংরা। আর তাতে ক্ষতি হচ্ছে চন্দ্রনাথের পরিবেশ।

নিউজটি শেয়ার করুনঃ