পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ভবন উদ্বোধন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ কমপ্লেক্স এর অভ্যন্তরে আমার বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সীতাকুণ্ড নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় আমার বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক নবনির্মিত ভবন উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফেরদৌসী আক্তার, সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি মনিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা আ. লীগ নেতা আসলাম হাবীব, যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি এস.এম আল মামুন বলেন, প্রধানমন্ত্রী গ্রামের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র নাগরিকদের সঞ্চয়ের পথে নিয়ে আসতে এবং দারিদ্র্য বিমোচনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটাতে পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেন।

নিউজটি শেয়ার করুনঃ