এক জনমের সপ্ন
প্রদীপ দত্ত
সেদিন আকাশে ছিল মেঘাচ্ছন্ন চাঁদ
খোলা ছাদ,না বলা অনেক কথা
বলতে চেয়েছিলাম আমি-
হয়ত তুমিও বলতে অনেক কথা।
চিনতে চেয়েছিলাম খেগড়াঘাট
আজও জানিনা কোথায় সেই
অখ্যাত ভূমি যেখানে জন্ম তোমার
হারালে জনমের অভিমান নিয়ে।
তারপর এক অবিশ্বাস্য গল্প
যার শুরু আরও বিশটি বছর পর
শুধু একটি তিলতত্বের সমীকরণ
তোমার নাকের তিল চিহৃিত করল
তোমায়,
তোমার তনু,ঠোট,সেই চোখ
সেই খোলা ছাদ,বর্ষা ভেজা রাত
শ্রাবনের হাসি অব্যক্ত সব কথার পর।
মরতে মরতে বেঁচে যাই বার বার
তোমার বাড়িতে যেতে টোল দিতে
হয়’,
পথের দুধারে জীবনের স্পন্দন
অবশেষে আমার মাথার উপর
ভেঙে পড়ে রাষ্ট্রীয় টোল যন্ত্র।
ভ্যাট, ট্যাক্স, টোল এসব নিয়ে বেঁচে
চলা রাষ্ট্রের সৈনিক বেতনের টাকায়
কেনে প্রিয়তমার জন্য শাড়ি।
জনগন ফেঁসে থাকে ট্যাক্সের ফাঁদে
রাষ্ট্রের কোন অধিকার নেই
হত্যার!
তবুও খালে বিলে বস্তির অন্ধকার
কোণে খুন হয়ে যায় যদু,মধু,শ্যাম
পরের দিন খবরের কাগজ বলে
ক্রস ফায়ারে মারা গেছে
দশ মামলার ফেরারি আসামি
তবু,আজও কোথাও কোথাও
ভেঙে ফেলা হচছে পুরোনো জেলখানা
সেখানে কোন অপরাধী নেই।
আর এখানে প্রমিক ই বড় অপরাধী।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ