পথশিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জম্মদিন উদযাপন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার প্রধানমন্ত্রী জন্মদিনটি বিদেশে কাটাবেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তারই ধারাবাহিকতায় চট্রগ্রামের সীতাকুণ্ডের ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাট এলাকার মেহেরুন শান্তা ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে পালন করলেন প্রধানমন্ত্রীর জন্মদিন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সীতাকুণ্ড রেল ষ্টেশন এলাকায় পথশিশুদের নিয়ে কেক কাটেন মেহেরুন শান্তা। পরে অর্ধশত পথশিশু অসহায় নারী-পুরুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ