নওগাঁয় নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
নওগাঁয় নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর
জন্মদিন পালিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি করে স্মারক বৃক্ষ রোপণ করেন। স্বাস্থ্য কমপ্লেক্র দিনব্যাপী প্রতিটি ইউনিয়ন কেন্দ্রে দের হাজার এবং হাসপাতালে দুই হাজার করে মোট এক হাজার চার’শ গনটিকা প্রদান করেন। আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে কেক কাটা, পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা করা হয়।
কর্মসূচিতে ইউএনও ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ডা. রোকসানা হ্যাপি, শিক্ষা অফিসার আব্দুস ছালাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগসহ আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।