প্রধানমন্ত্রীর ৭৫তম জম্মদিন উদযাপন করেন ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য প্রথম কন্যা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অব দ্যা হিউম্যানিটি-দেশরত্ন শেখ হাসিনার আজ ৭৫ তম জম্মবার্ষিকী। আজ থেকে পঁচাত্তর বছর পূর্বে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জম্মেছিলেন তিনি পরাধীন পূর্ববাংলায়। বাংলাদেশের রাজনীতিতে পিতার পাশাপাশি কন্যা শেখ হাসিনা বাংলাদেশ অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করেছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদায় আসীন হবে ইনশাআল্লাহ।

আজ জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার পক্ষ থেকে দোয়া, মন্দিরে আরাধনা, কেক কাটাসহ আলোচনা সভা করেছে সংগঠনটির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চানালয়ে এতে ভার্স্যূয়েল বক্তৃতা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক মার্শেল কবির পান্নু ও সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শামিমা আক্তার লাভলী, কামরুন্নাহার নীলু, আলেয়া বেগম, মোঃ জামাল উদ্দীন, মুজিবুর রহমান, নুরুল আলম, সালাউদ্দিন, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, মোঃ ইকবাল, শুকর্নান চৌধুরী স্বর্ণা, শতাব্দী সাহা, পূজা দাশসহ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচকগণ দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষের কল্যাণে শতায়ু হায়াৎ এর অধিকারী হওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট দু’হাত তুলে মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুনঃ