প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিবস উপলক্ষে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিবস উপলক্ষে বৃক্ষরোপণ
বায়েজিদ থানা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস উপলক্ষে বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বায়েজিদ শান্তিনগর এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন ছাত্র লীগ নেতা ইমতিয়াজ করিম জুয়েল। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশমাটিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোড মডেল। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। প্রধান অতিথি রাশেদুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং জনদরদী ভূমিকা স্বীকার করতেই হয়।
তাঁর জন্মদিনে পরিবেশ ও জনবান্ধব কর্মসূচিই হলো বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশে সবুজ বিপ্লব সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ আলম হানিফ, মিল্লাদ, ইউসুফ, হালিম শেখ, পারভেজ কবির মুছা, সাইফুল, আব্দুল খলিল, মহিন, মহসিন, দেলোয়ার হোসেন দেলু, ইসমাইল, রাসেল, মিজান, জাকির, খোরশেদ আলম বাবু, সজিব, আলাউদ্দিন, তপু, সবুজ, রাজু, আল আমিন, মাসুম, পারভেজ, শাহীন, রানা, মহিউদ্দিন, আফরিন, হৃদয়, ফরহাদ, রায়হান, জহির, শাহীন প্রমুখ।