মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে সীতাকুণ্ডে গণ টিকা প্রদান
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ব্ঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলাতেও গণ টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল থেকে একটি পৌরসভা ও নয় টি ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে বিভিন্ন বয়সের নারী ও পুরুষকে কোভিড১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করতে দেখা গেছে।উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দীন রাশেদ। সকালে তিনি উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে টিকা কেন্দ্র পরিদর্শন করে সবাইকে সুষ্ঠভাবে টিকা গ্রহণ করার জন্য আহবান জানান। সকাল থেকে নারী পুরুষ সবাইকে সুশৃঙ্খল ভাবে টিকার প্রথম ডোজ গ্রহণ করতে দেখা গেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী, ইউপি সদস্য মামুনুল ইসলাম ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ রনি, ইউপি সদস্য নুরউদ্দীন সানিয়া, ১নং সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি ডাঃ আবুল হাশেম ভূঁইয়া, ৪নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃ ইউছুপ ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবউদ্দীন, ৫নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ৬নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দুল হক, ৭নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য সাইফুল ইসলাম নিজামী, ৮নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন মিঠু, ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বুলবুল, ১নং সৈয়দপুর ইউনিয়ন ব্ঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি সাইফুল ইসলাম নিজামীসহ বিভিন্ন নেত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ