রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সকাশে পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাবের নেতৃবৃন্দ
রাউজান উপজেলা প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, দারিদ্র্য নির্মূলে সরকারি- বেসরকারি নানা উদ্যোগ থাকলেও দেশ ও সমাজে দারিদ্র্য এখনো রয়ে গেছে। বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ভয়াবহ সামাজিক সমস্যা দারিদ্র্য নির্মূলে সমন্বিত বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাব দুস্থ মানবতার কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান তিনি। রাউজান পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাবের নেতৃবৃন্দ রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে নগরীর কোতোয়ালীস্থ এমপি’র বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন। এমপিকে ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক মুুহাম্মদ মনছুর আলম জিহান বলেন, যুব নব দিগন্ত ক্লাব দারিদ্র্য বিমোচনে, অসহায় মেয়ের বিয়ে দেওয়া, শিক্ষা বিস্তারে ও যুব সমাজের মাঝে বিরাজিত অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুুহাম্মদ কামরুল হাসান (বাহাদুর), ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠক মুুহাম্মদ মনছুর আলম জিহান, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুুহাম্মদ মোরশেদ আলম, ক্লাবের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন বাবর, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন রকি, মোঃ নুরুল আমিন (শাকিল), সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হোসেন, হাফেজ মোঃ কাশেম, মাওলানা মোঃ হাবিবুল্লাহ্, মোঃ আজাদ হোসেন, মোহাম্মদ হাসান রেজা, মোঃ জিল্লুর রহমান, মোহাম্মদ সৈকত হোসেন প্রমুখ। সৌজন্য সাক্ষাত শেষে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে জাতীয় মৎস পদক অর্জন করায় ক্রেস্ট প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ। সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পশ্চিম ডাবুয়া যুব নব দিগন্ত ক্লাবের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন এবং ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ