৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবসে দোয়া মাহফিল
৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবসে দোয়া মাহফিল
আরজুন নাহারঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিবস উপলক্ষে বায়েজিদ থানাধীন ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শান্তিনগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমতেয়াজ করিম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দেশপ্রেম ও মানবিক গুণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুল্য রাষ্ট্রনায়ক আজ দেশে দ্বিতীয় কেউ নেই। এখনো শেখ হাসিনার ওপর অগাধ আস্থা দেশবাসীর।
তিনি জননেত্রীর দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন ছাত্রলীগ নেতা শাহ আলম হানিফ, ইমরান হোসেন মিঠু, মিল্লাদ হোসেন, পারভেজ কবির মুছা, আবদুল খলিল, সাইফুল ইসলাম, ইউসুফ, হালিম, মহিন, মহসিন, ইসমাইল, দেলু, রাসেল, মাইনউদ্দীন মাহিন, খোরশেদ আলম বাবু, জাকির, মিজান, আলাউদ্দীন, সজিব, তপু, সবুজ, রানা, রাজু, জহির, শাহিন, পারভেজ, রায়হান, হৃদয়, মহিউদ্দীন, আফরিন, প্রমুখ। পরে জননেত্রী শেখ হাসিনার দীঘার্য়ু ও সুস্থতা কামনায় মুনাজাত পরিচালনা করেন শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ বাছির উদ্দীন।