কোটি টাকার বনভূমি দখল বনরক্ষীরা নির্মানকাজ ভেঙে দেওয়ার পরও থেমে থাকেনি তারা
কোটি টাকার বনভূমি দখল বনরক্ষীরা নির্মানকাজ ভেঙে দেওয়ার পরও থেমে থাকেনি তারা
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় কোটি টাকা মূল্যের বনভূমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মানের সময় বনরক্ষীরা নির্মানকাজ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরও অজ্ঞাত কারণে পরের দিন থেকে আবারো নির্মাণ কাজ শুরু করেছে বনদস্যুরা। জানা যায়, উপজেলার হবিরবাড়ি বিটের জামিরদিয়া মৌজায় (ডোবালিয়াপাড়া) বন বিভাগের গেজেটভূক্ত ৬৭ দাগে সীমানা প্রাচীর নির্মাণ করার সময় হবিরবাড়ি বিটের বন কর্মকর্তা ও বনরক্ষীরা গেজেটভূক্ত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মানে বাধা দেয় এবং নির্মাণ কাজ ভেঙ্গে গুড়িয়ে দেয়। ৬৭ দাগে প্রায় পাঁচ একর বনভূমি দখল করে ইতিপূর্বে ও সীমানা প্রাচীর নির্মাণ করাকালীন সময়ে বনবিভাগের বাধার মুখে স্থগিত করা হয়েছিল, গাফফার চৌধুরীর ক্রয়কৃত বনভূমিতে ইন্ডাস্ট্রি নির্মানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় দালাল হাজী বেলাল ফকির।
এবারো তিনি নিজের অপশক্তির প্রয়োগ করে জোরপূর্বক বনবিভাগের জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করলে বনবিভাগ ভেঙে দেওয়ার পরের দিন আবারো রাতারাতি ৪০০/৫০০ শ্রমিক দিয়ে নির্মাণ কাজ কমপ্লিট করেন। উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচনে হাজ্বী বেলাল ফকির হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ ব্যাপারে বন বিভাগের ভালুকার রেঞ্জ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, বন বিভাগের গেজেটভূক্ত জামিরদিয়া মৌজার ৬৭ দাগের জমি দখল করার উদ্যেশ্যে ওই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়েছিল। ভূমি দস্যুদের হাত থেকে ওই জমি রক্ষার জন্য বন কর্মচারীরা সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এর পরেও যদি সীমানা প্রচীর নির্মাণের কাজে হাত দেয়া হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রকাশঃ ওই এলাকায় এইভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে বন বিভাগের গেজেটভূক্ত কয়েক হাজার একর বনভূমি দখল করে নিয়েছে শিল্পপতিরা।