উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
তথ্য আমার অধিকার জানা আছে কি সবার এই শ্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর তথ্য অধিকার দিবস পালন করা হয়। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।

তিনি বলেন, সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার বিশ্বব্যাপী একটি মানবাধিকার হিসাবে স্বীকৃতি লাভ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরচ্ছফা, সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ, সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, আবুল খায়ের, সাইফুল ইসলামসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ