নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু
প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২:১৫
নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় রুপালী বেগম (৩৮) নামের এক গৃহবধু। আজ বুধবার সকাল ১১টায় আত্রাই স্টেশন ব্রীজ সংলগ্নতে ট্রেনের নিচে ঝাপ দেয় এতে তার মৃত্যু হয়েছে৷ নিহত রুপালী উপজেলার ধুলাউরি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, নিহত রুপালীর স্বামী খাইরুল ইসলাম বিদেশে থাকেন ও মাঝে মধ্যেই তাদের পারিবারিক কলহ হতো। পারিবারিক কলহের কারণে রুপালী অভিমান করে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেনে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী বলেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে ও একটি ইউডি মামলা হয়েছে।