লোহাগড়ায় মডেল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারে একাধিক ভূয়া ডাক্তার দিয়ে পরিচালিত
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কলেজ মাঠ সংলগ্ন রোডের পাশে মডেল ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত ভূয়া ডা: রেখে প্রতারনার ফাঁদে ফেলছেন এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছেন প্রতিষ্ঠানের মালিকগণ। প্রভাবশালী প্রতিষ্ঠানের মালিকদের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেন বলেন আমরা না জেনে এই প্রতারণার শিকার হয়েছি। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের একটি বিজ্ঞপ্তিতে ৬ জন সার্টিফিকেট বিহীন ভূয়া ডাক্তার প্রমাণিত হয়েছে তার মধ্যে লোহাগড়া মডেল ডায়াগনস্টিক সেন্টারে নিয়োজিত ১জন। তিনি হলেন মোফাজ্জেল হোসেন, কিন্তু তিনি এম এইচ চৌধুরী নামে পরিচিত এখানে গত রবিবার ২৬ সেপ্টেম্বর আমরা জানতে পারি।

এর আগেও ওই মডেল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারে ২জন ভূয়া ডাক্তার ধরা পড়ে তাদের নাম হলো ডা.এস আলম, ডা.শাহারিয়া। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মডেল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের প্রভাবশালী মালিক মুজামেরের সাথে কথা হলে তিনি তাল-বাহানা করে বলেন আপনাদের যা ইচ্ছে তাই লিখবেন। এ বিষয়ে নড়াইল স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জনের সাথে কথা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ