সময়ের নৈনীতাল
প্রদীপ দত্ত
এক উদ্ভট সপ্ন কুরে কুরে
খেয়ে ফেলে প্রতিদিন হৃদয়ের একাংশ
প্রতিদিন।
সাজানো গোছানো বাগানে
প্রতিদিন ঢোকে,
নৈনীতালের তালকাটা দৈত্যটি।
মাথার উপর দিয়ে উড়ে যায়
ভূতুড়ে হাওয়া,
শেষরাতে।
অবনীকান্তের অপমৃত্যু হয়েছিল
সে এখন শ্যাওড়া গাছের মামদো ভূত
প্রতি অমাবস্বার রাতে ঠেং ঝুলিয়ে বসে থাকে!
মুখে সাদা পাউডার মেখে কেউ কেউ
ঢেকে রাতে সমস্ত কালিমা,
শ্রাবন রাতে ভৈরবী রাগ ধরে অশরীরী!।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ