৮৫০ ক্যান বিদেশী বিয়ার একটি গাড়িসহ গ্রেফতার চার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার তেতৈতলা এলাকায় কুমিল্লাগামি একটি প্রাইভেট কার থেকে আন্তঃজেলা মাদক চক্রের ৪ সক্রিয় সদস্যকে ৮৫০ ক্যান বেলজিয়ামের বিয়ারসহ গ্রেফতার করে। গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন গজারিয়ার স্হানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানান বৃহস্পতির ভোররাতে (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ও গজারিয়া থানার একটি চৌকস৷ আভিযানিক দল গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কুমিল্লাগামি লেনে মহাসড়কের উপর তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় ০৪ সদস্য মোঃ ইসমাইল হোসেন (৩৫), পিতা-মোঃ দুধ মিয়া, সাং-ব্রাহ্মনচর (নয়াগাও) (গাছিপুর ইউনিয়ন), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, মোঃ মনির হোসেন (৩০), পিতা-আঃ মান্নান, সাং- চনপাড়া ওয়ার্ড নং-০৯ (নন কিশলয় উচ্চ বিদ্যালয়ের কাছে), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, মোঃ বাদল (২০), পিতা-মোঃ তারা মিয়া, মোঃ সৌরভ (২০), পিতা-মোহাম্মদ আলী উভয় সাং-বালুয়াকান্দি (উত্তরপাড়া), থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজতে থাকা ৮৫০ ক্যান বিদেশী বিয়ার ও মাদক বহনকারী ০১টি প্রাইভেটকার জব্দ করেন। উল্লেখিত ঘটনায় গজারিয়া থানার এএসআই (নিরস্ত্র) মোঃ ওমর ফারুক বাদী হয়ে এজাহার দায়ের করেন মামালা নং-৩১। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ৫ লক্ষ-টাকা৷

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত বিদেশী বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে থাকা মর্মে স্বীকার করে এবং তারা বিভিন্ন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন এবং বিদেশী মদ ও বিয়ার কুমিল্লা, মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানাযায়।

নিউজটি শেয়ার করুনঃ