বগুড়ায় আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে ১০ প্রার্থী
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
আগামী ২ অক্টোবর বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন টাঙ্গানোসহ দলীয় কার্যালয় সরগরম হয়ে উঠেছে। সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে নতুন পুরাতন নেতাকর্মীরা প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে সভাপতি পদে দুই বোনের প্রতিদ্বন্দ্বীতার কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় আগামী কমিটিতে নতুন নেতৃত্বের আশা করছেন অনেকেই। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির অনেকদিনের পরীক্ষিত নতুন মুখও এগিয়ে এসেছেন বড় দুই পদে প্রতিদ্বন্দ্বীতার জন্যে নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় আগামী সম্মেলনে সভাপতি পদে যারা প্রার্থী তারা হলেন, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, জেলার সহ-সভাপতি হাবিবা খাতুন ঝর্ণা, সাংগঠনিক সম্পাদক হাছনা খাতুন, সোনাতলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা। এদিকে সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী তারা হলেন, বর্তমান সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর স্বপ্না চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেরাত ইসলাম মুন্নী, দপ্তর সম্পাদক নাজমা পারভীন, জেলার নেত্রী সাবিয়া সাবরিন পিংকি সরকার। জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী জানান, মহিলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন। দীর্ঘদিন পর সম্মেলনের আয়োজন করায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সম্মেলনের মাধ্যমে যারা নেতা নির্বাচন হবেন তারা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন। আমরা মনে করি এ সম্মেলনে যোগ্য নেতা নির্বাচন করা হবে। জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী জানান, ২০১৪ সালে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর প্রায় ৮ বছর পর আগামী ২ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেক নেত্রী আসছেন। অনেকদির পর সম্মেলন হওয়ায় মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝেও উৎসব মুখর অবস্থা বিরাজ করছে। এবারের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে সম্মেলনে নতুন নেতৃত্বের আশা করছেন বলে তৃণর্মল নেতাকর্মীরা জাজান।

নিউজটি শেয়ার করুনঃ