তার সব আমি বুঝিনা
প্রদীপ দত্ত
তাঁর বিছানো জীবন জালে
আমি এক মৌসুমি ইলিশ
গভীর জল থেকে রৌদ্দুর এ
পৌছুলে,
শুরু থেকে শেষ সাঙ্গ হবে
জীবন ছকের পরিসমাপ্তি
যতটুকু জল ভেবেছিলাম
সবটুকু জল নয়,
ছিল বালিয়াড়ির হাতছানি!
জল থেকে উঠে দেখি
চিকচিক করে বালির কণা
বেজে ওঠে তাতে সায়াহৃ ঘন্টা
জল থেকে বালু,জীবনের ঢল
বয়ে যাচছে জীবন বয়ে চল।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ