জীবনের আস্বাদ
প্রদীপ দত্ত
এক দিগন্ত অবসর তোমায় ঘিরে
রেড ওয়াইন এর শেষ ফোটার টক
অনুভূতি ঘিরে জমে ওঠে বিষাদ মাখা
প্রেম কাহিনী।
একদিকে তোমার নিদারুন ঘৃনার মাঝে
ছলকে ওঠে কখনও কখনও বুদবুদ প্রেম!
কখনও বিষন্নতায় ভরা দিনরাত্রির আকুল
আবেদন,স্মৃতির ভেতর উকি দিয়ে দেখা
সোনালী ভোর ভেদ করে দেখা গাঁয়ের মেঠো পথে নতুন বধুর স্নান করে ঘরে ফেরা।
গেরস্থালী এলোমেলো কৃষকের দায় পড়ে
থাকে মহাজনের খাতায়,
রঙের রঙিলা ওসবের ধার ধারেনা
সে ছুটে চলে রঙধনুর রঙ নিয়ে
রঙিন আকাঁবাকা পথ ধরে মরিচীকার পানে।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ