পূবাইলে শহীদ ময়েজউদ্দিন আহাম্মেদ এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টতম সহচর, জাতীয় বীর, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ ময়েজউদ্দিন আহাম্মেদ এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। শনিবার ২ই অক্টোবর গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল আদর্শ কলেজ মাঠে সকাল ১১ঃ৩০ ঘটিকায় এ উপলক্ষে স্মরণসভা, দোয়া,মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি (এমপি) মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ ময়েজউদ্দিন শুধু ঘরে বসে রাজনীতি করেন নি, তিনি বৃহত্তর ঢাকা তথা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পরিক্ষীত রাজনীতিবিদ ছিলেন, বেঙ্গ লোক ছিলেন।

পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা (টুটুল)এর সভাপতিত্ত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজিজুর রহমান (শিরিষ) কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটিকর্পোরেশন।অধ্যক্ষ এম জাহিদ আল-মামুন, শ্রমবিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ। মোমেন মিয়া, কাউন্সিলর ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটিকর্পোরেশন। আলমগীর হোসেন খান, আহ্বায়ক ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ। ফজলু হক মাস্টার আওয়ামীলীগ।আমজাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মিরের বাজার ব্যবসায়ী কমিটি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, আরাফাত রহমান মোল্লা (মেরাজ),সাধারণ সম্পাদক পূবাইল থানা ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুনঃ