ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশের অভিযানে গ্রেফতার-১২
ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশের অভিযানে গ্রেফতার-১২
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের কোতোয়ালী থানা বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে মোট ১২জনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত অঞ্চল গড়তে নিয়মিত অভিযান চলছে। গত ২৪ ঘন্টায় ১২জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে জিআর মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মোখলেছুর রহমান ও তিন বছরের সাজাপ্রাপ্ত সজীব হোসেন ওরফে মুন্নাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন, ধর্ষন মামলায় গলগন্ডার মাওলানা মহতামিম (অন্ধ হাফেজ) মোঃ আনিছুর রহমান, ধর্ষনের চেষ্টায় চর জেলখানার সোরহাব, যৌতুক মামলায় মনির হোসেন ও রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া চুরি মামলায় চর ঈশ্বরদিয়ার আপন ও মোঃ রাকিবসহ ১২জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।