জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে মেহের আফরোজ চুমকি এম,পির শোক
জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে মেহের আফরোজ চুমকি এম,পির শোক
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামি লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মেহের আফরোজ চুমকি এম,পি। সভাপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির এমপি। এক শোকবার্তায় জিয়াউদ্দিন আহমেদ বাবলুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মেহের আফরোজ চুমকি।
আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাপা সূত্র জানায়, করোনা সংক্রমণে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাঁকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়। জিয়াউদ্দিন বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।