শিবগঞ্জ ইজারাদারের ঘর থেকে ৬ জুয়াড়ি আটক
প্রকাশঃ ২ অক্টোবর ২০২১ | ৬:৩১
শিবগঞ্জ ইজারাদারের ঘর থেকে ৬ জুয়াড়ি আটক
বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া ০১/১০/২০২১ রাত ২১ঃ০০ টায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ হাটের ইজারাদারের ঘরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করে তারা হলেন, মোঃ মুশফিকুর (৩৩), পিতা-মোঃ আঃ মতিন, সাং-কলমগাড়ী। মোঃ লেবু মিয়া(৩৮), পিতা-মৃত নাসির উদ্দিন, সাং-তেঘরী। মোঃ আনারুল ইসলাম(৩০), পিতা-মোঃ আব্দুল কালাম, সাং-শিবগঞ্জ মধ্যপাড়া।
সজল চন্দ্র দাস(৪২), পিতা-মৃত জগদীস চন্দ্র দাস, সাং-সাদুল্যাপুর। মোঃ সাইফুল ইসলাম(৩৮), পিতা-মৃত নজির উদ্দিন, সাং-বেড়াবালা অর্জুনপুর। মোঃ রেজাউল করিম(৫০), পিতা-মৃত ইদ্রীস আলী, সাং-বনতেঘরী, সর্বথানা-শিবগঞ্জ, জেলা- বগুড়া। জুয়া খেলার আলামতসহ জুয়া খেলার আসর হতে নগদ ৮,৫০০/- টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।